দেবীদ্বারে পৌরসভা কর্মচারীদের মারধর করলো যুবদল নেতা, থানায় মামলা

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার তিন কর্মচারীকে দায়িত্ব পালনের সময় মারধর করেছে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার সহযোগীরা। মারধরে আহত কর্মচারীদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাতে হারুনুর রশিদ বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

আহতরা হলেন– পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. হারুন আর রশিদ, ট্রাফিক সহকারী মো. ইসমাইল ও আবুল কালাম আজাদ।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকালে দেবীদ্বার পৌরসভার সড়ক ও বাজারের শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক সহকারী আবুল কালাম আজাদ সড়কের ফুটপাত দখল করে বসা এক দোকানদারকে বাধা দেয়ায় ওই ট্রাফিক সহকারীকে মারধর করে দোকানের কর্মচারীরা।

খবর পেয়ে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. হারুন অর রশিদ ও অপর ট্রাফিক সহকারী ইসমাইল ঘটনাস্থলে গিয়ে কালামকে মারধরের কারণ জিজ্ঞাসা করায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুুয়েল রানা, সাইফুল ইসলাম, মো. আনাছ, তামিমসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাদের ওপর আক্রমন করে এবং এলোপাথারি মারধর করে। এসময় স্থানীয়রা আহত পৌর কর্মচারীদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

এ বিষয়ে আহত পৌরসভার লাইসেন্স পরিদর্শক হারুন অর রশিদ জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট নিরসনের জন্য বসানো রোড ডিভাইডার ও বাজার শৃঙ্খলার খোজ খবর নিতে যাই। পরে বাজারের ট্রাফিক সহকারি আবুল কালাম আজাদকে মারধর করছে খবর পেয়ে সেখানে গেলে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার সহযোগীরা আমাদেরকেও মারধর করে।

বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরির্দক মো. শাহিনুল ইসলাম বলেন, পৌরসভার তিন কর্মচারীদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply