রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

|

ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছেন রাজনৈতিক দলের নেতারা।

জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই উদ্দেশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে অংশ নিতে আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুর তিনটার পর থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে থাকেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু চৌধুরী ও ডা. এ জেড এম জাহিদ হাসান দলটির পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে যমুনায় গেছেন দলটির ৪ নেতা।

এছাড়া, সিপিবি, গণতন্ত্র মঞ্চ, বাসদ, ১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, এনডিএমসসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন।

এর মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককে ফরেন একাডেমিতে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এসেও ফিরে গেছেন। তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply