প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে আসাম

|

রাজ্যের সব হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করছে আসাম। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ২০২১ সালে একটি আইন পাস করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে, হিন্দু-জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে— এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার ৫ কিলোমিটারের মধ্যে গো হত্যা বা গরুর মাংস কেনা-বেচা করা যাবে না।

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমরা এর আগে (২০২১ সালে রাজ্য বিধানসভায়) আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি।

তিনি আরও বলেন, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না। এমনকি কোনও পাবলিক অনুষ্ঠানে বা কোনও পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply