টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। এই ফরম্যাটে রান বন্যা দেখার জন্যই অনেক দর্শক মাঠের গ্যালারিকে অলঙ্কৃত করেন। এবার লেখা হলো রান বন্যার নতুন রেকর্ড। ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বারোদার ম্যাচে দেখা গেল এই নতুন রেকর্ড। ২০ ওভারে তারা স্কোরবোর্ডে তুলেছে ৩৪৯ রান। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে এটি কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসেবে এর আগে ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে ২৯৭ রান। যেটা টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ ছিল। পরে জিম্বাবুয়ে নিজেদের স্কোরবোর্ডে তুলেছিল ৩৪৪ রান। যেটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে নয়।
সিকিমের বিরুদ্ধে দলটি ব্যাটিংয়ে নেমে আরও কিছু রেকর্ড গড়েছে বারোদা। শ্বাশত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত ওপেনিং জুটিতে ৫ ওভারেই তোলেন ৯২ রান। বারোদা দলীয় স্কোর কার্ডে শতরান ছুঁয়ে নেয় পাওয়ার প্লের আগেই।
Record Alert 🚨
— BCCI Domestic (@BCCIdomestic) December 5, 2024
349 runs 😮, 37 sixes 🔥
Baroda have rewritten the history books in Indore! They smashed 349/5 against Sikkim, the highest total in T20 history, & set a new record for most sixes in an innings – 37 👏#SMAT | @IDFCFIRSTBank
Scorecard: https://t.co/otTAP0gZsD pic.twitter.com/ec1HL5kNOF
প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনে নামা ভানু পানিয়া। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৪২ বলেই করেন সেঞ্চুরি। আর ৫১ বলে ১৩৪ রান নিয়ে ইনিংস শেষে অপরাজিত থাকেন তিনি। ভানুর এই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়েছে বারোদা। মাত্র ১০.৩ ওভারেই দুইশ কোটা পূর্ণ করে দলটি।
ম্যাচের ১৮তম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩১৪ এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়।
এমন বিশাল স্কোরের পথে অবশ্য আরও একটা রেকর্ড গড়েছে বারোদা। পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে ৩৭ ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে হাঁকিয়েছিল ২৭ ছক্কা। বারোদার ইনিংস ছাপিয়ে গেছে তাদেরও। তাই কেবলমাত্র দলীয় রানের ক্ষেত্রেই নয় ২০ ওভারের ম্যাচে বাউন্ডারির হিসেবেও যোজন-যোজন এগিয়ে থেকে রেকর্ড বনে গেল এই ম্যাচ।
অবশ্য স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আর্জেন্টিনার মেয়েদের দখলে। গত বছরের অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজের একটি ম্যাচে তারা চিলির বিপক্ষে তুলেছিলো ৪২৭ রান।
/এমএইচআর
Leave a reply