‘ভারত হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে’

|

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন, ভারত মায়াকান্না না করলে এই দেশের হিন্দুরা ভালো থাকবে। বরাবরের মতো দেশটি হিন্দুদের দাবার গুটি হিসাবে ব্যবহার করছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের পতনে ভারতীয় একটি গোষ্ঠীর খারাপ লেগেছে। তাই তারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের আমলে কোটি কোটি টাকা পাচার করে ভারতে রাখা হয়েছে। সেই টাকা দিয়ে ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে খাটো করা হচ্ছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর কিছু এলাকায় রাজনৈতিক গোলযোগ হয়েছে। ইসকনের বহিস্কৃত একটি অংশকে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারত সরকারের ভ্রান্তনীতির কারণেই বিগত সরকারের আমলে এই দেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যান্য নেতারা বলেন, দিল্লীর একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত। এসময় সম্প্রীতি বিনষ্টের অপকৌশল বন্ধসহ সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিও জানায় তারা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply