ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির বদলে মর্যাদা ও ন্যায্যতার সম্পর্ক চাই: ববি হাজ্জাজ

|

ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও দেশটির গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যুতে ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচি পালন করে দলটি।

দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমরা ভারতের বিরুদ্ধে নই বরং ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাস ও অতীতে ভারত সরকারের যে আগ্রাসন সেটির বিরুদ্ধে।

এসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলেও জানান তিনি।

বিগত আমলে শেখ হাসিনার নতজানু, দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে ভারতের সাথে মর্যাদা ও ন্যায্যতার সম্পর্ক তৈরির প্রতি গুরুত্বারোপ করেন ববি হাজ্জাজ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply