ইসরায়েলি বোমা হামলায় পুরো পরিবারসহ নিহত ফিলিস্তিনি আর্টিস্ট

|

১৮ অক্টোবর, ২০২৪। ইসরায়েলি বোমা হামলায় পুরো পরিবারসহ নিহত হন ফিলিস্তিনি আর্টিস্ট মাহাসেন আল-খতিব। একই রাতে জাবালিয়ায় আরও ২০ জনকে হত্যা করা হয়েছিলো আইডিএফ। তবে ইসরায়েলি বোমা হামলা কেবল মাহাসেনকেই হত্যা করেনি; তারা তার শিল্প, তার আকাঙ্ক্ষা এবং তার আশাকেও হত্যা করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অনুযায়ী, ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুসারে, চলমান গণহত্যায় ৪৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে এমন অনেকেই ছিলেন আর্টিস্ট, লেখক কিংবা সাংবাদিক।

গাজার অন্যতম সেরা ছিলেন শিল্পী মাহাসেন আল-খতিব। সম্প্রতি, তার করা একটি চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফিলিস্তিনি আর্টিস্ট মাহাসেন আল-খতিব (ডানে) এবং তার তৈরি করা ছবি (বামে)। ছবি: আল জাজিরা।

ছবিতে দেখা যায়, আল আকসা হাসপাতালের আঙ্গিনায় শাবান আল-দালু নামের এক বালক আগুনে পুড়ে মারা যায়। মূলত, ইসরায়েলি বোমা হামলায় নিহত হয় শাবান আল-দালু।

তার আঁকা এই ছবির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ইসরায়েলি বাহিনীর ভয়াবহতা। সহজ ছবির মাধ্যমে শক্তিশালী বার্তা ও প্রতিবাদ জানানোর জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন মাহাসেন আল-খতিব।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply