ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা

|

কাতারের দোহার এস্পায়ার একাডেমিতে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হলো ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই মিডফিল্ডার টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতলেন।

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চমৎকার ওভারহেড গোল করে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আলেহান্দ্রো গারনাচো। শিকাগো রেড স্টার্স ও যুক্তরাষ্ট্রের এলিসা নায়েহের জিতেছেন বর্ষসেরা গোলকিপারের পুরস্কার। বছরের সেরা পুরুষ গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ও দুইবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এমিলিয়ানো মার্তিনেজ।

বর্ষসেরা নারী কোচ হয়েছেন এমা হায়েস। যুক্তরাষ্ট্রের কোচ প্যারিসে অলিম্পিক স্বর্ণ জিতেছেন। বছরের সেরা পুরুষ কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের নারী ফুটবল লিজেন্ড মার্তাও পুরস্কার জিতেছেন। বর্ষসেরা গোলের জন্য প্রথম মার্তা অ্যাওয়ার্ড উঠেছে তার হাতে।

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

বর্ষসেরা পুরুষ দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply