চাঁদপুরে ৭ নৌ শ্রমিক খুন: মরদেহ হস্তান্তর চলছে, তদন্ত শুরু

|

ফাইল ছবি।

চাঁদপুর করেসপনডেন্ট:

চাঁদপুরে ৭ নৌ শ্রমিক খুনের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে। এছাড়া খুনের এ ঘটনায় ইতোমধ্যে নৌ-পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সরেজমিন দেখে গেছে, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌছেছেন নিহতের স্বজনরা। নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। মরদেহ নিয়ে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন।

এদিকে, সাত শ্রমিক-কর্মচারি হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নৌযান শ্রমিকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গতকাল মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে ৭ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ডাকাতির সময় হত্যা করা হয়েছে নৌযানটির চালক, সারেং ও কর্মীদের।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply