উত্তরবঙ্গে কনকনে ঠাণ্ডায় জবুথবু জনজীবন

|

উত্তরবঙ্গের জেলাগুলোয় কনকনে ঠাণ্ডায় জবুথবু জনজীবন। সঙ্গে বইছে হিমেল হাওয়া। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশারও বেশ দাপট দেখা গেছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গরম কাপড়ের অভাবে ঠাণ্ডায় বিপাকে পড়েছে সবচেয়ে হতদরিদ্র মানুষেরা। ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। বর্তমানে সকালে দিকে রোদেরও দেখা মিললেও তেমন তাপ নেই। দিনমজুর,চা ও পাথর শ্রমিক শ্রেণির এই মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেনা।

এদিকে আবহাওয়া অফিস বলছে জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়বে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply