একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ প্রতীক পাচ্ছেন প্রার্থীরা। রাজধানীতে, জেলা প্রশাসকের কার্যালয়, রির্টানিং কর্মকর্তার অফিস এবং নির্বাচন কমিশন থেকে একযোগে দেয়া হচ্ছে প্রতীক বরাদ্দ।
সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা ৪ আসনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রতীক পাবার পরই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। সে হিসেবে সংসদ নির্বাচনের জন্য আজ থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা নিজ নিজ এলাকায় প্রচার চালাবেন। ১৯ দিনের প্রচার শেষ হবে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টায়। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা-৫ ১০জন প্রার্থী বৈধ
১। এস এম আলতাফ হোসেন- গনফোরাম-উদীয়মান সূর্য
২।মীর আবদুর সবুর-জাতীয় পার্টি-লাংগল
৩।আবদুর রশিদ-ন্যাপ-কুড়েঘর
৪। মো আবদুল কাইয়ুম- ইসলামিক ঐক্য জোট-মিনার
৫।আরিফুর রহমান সুমন মাস্টার- ন্যাশনাল পিপলস পার্টি- আম
৬।আলতাফ হোসেন -ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন- হাতপাখা
৭। নবীউল্লাহ-বিএনপি ধানের শীষ
৮। রবিউল ইসলাম-জাকের পার্টি-গোলাপ ফুল
৯।শামীম মিয়া-গনফোরাম-মাছ
১০। হাবিবুর রহমান মোল্লা- আওয়ামী- লীগ নৌকা
ঢাকা-৬
১. আহম্মেদ আলী শেখ – গণফ্রন্ট-মাছ
২. কাজী ফিরোজ রশীদ – জাতীয় পার্টি – লাঙ্গল
৩.ববি হাজ্জাজ- বাংলাদেশ মুসলিম লীগ – হারিকেন
৪. মো. আকতার হোসেন – এনপিপি – আম
৫.মো. আবু তাহের – কমিউনিস্ট পার্টি- কাস্তে
৬. এ্যাড. সুব্রত চৌধুরী – গণফোরাম -উদীয়মান সূর্য
৭. সৈয়দ নাজমুল হুদা -(জাপা (কাজী জাফর)- বাইসাইকেল
৮. মনোয়ার হোসেন – ইসলামী শাসনতন্ত্র আন্দোলন – হাত পাখা
Leave a reply