১৭ ডিসেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে, কঠোর ব্যবস্থা: নানক

|

১৭ ডিসেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজৈনতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এই হুশিয়ারী দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বা মহাজোটে যারা এখনও নির্বাচনের মাঠে দাঁড়িয়ে রয়েছেন, সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর সৈনিকদের নৌকা ও মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এর কোনো বিকল্প থাকতে পারবে না।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে ড. কামালের ক্ষুব্ধ আচরণের সমালোচনা করেন নানক। বলেন- জামায়াতকে পুনর্বাসন করেতেই ঐক্যফ্রন্ট মাঠে নেমেছে। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দকে আহ্বান জানাই অপপ্রচার ও মিথ্যাচার ছেড়ে আসুন, একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply