‘খাশোগি হত্যায় ১৫ সদস্যদের ‘হিট স্কোয়াড’র ছবি প্রকাশ

|

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ‘হিট স্কোয়াড’ এর সন্দেহভাজন সদস্যদের নতুন ছবি প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম। প্রকাশিত ফুটেজে দেখা যায়, খাশোগির কিছুক্ষণ আগেই তুর্কি কনস্যুলেটে প্রবেশ করেন ‘হিট স্কোয়াড’ এর ১৫ সদস্য।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা দলের সদস্য আব্দুল আজিজ মোহাম্মদকে দেখা যায় প্রকাশিত ফুটেজে। এছাড়া আছেন, যুবরাজের ডান হাত হিসেবে পরিচিত সৌদ-আল-কাহতানি।

খাশোগি হত্যাকাণ্ডের সম্ভাব্য সময় হিসেব করে, তুর্কি কনস্যুলেটের প্রায় সাড়ে তিন হাজার ঘণ্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ইস্তাম্বুল পুলিশ এবং গোয়েন্দারা। কনস্যুলেটের মোট ৮০টি স্থানের ফুটেজ যাচাই করা হচ্ছে।

গত অক্টোবরে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় খাশোগিকে। এ ঘটনায় সৌদি যুবরাজের সম্পৃক্ততার অভিযোগ তোলে তুরস্কসহ অনেকে। অভিযোগের পক্ষে একের পর এক তথ্যপ্রমাণ হাজির করে চলছে তুরস্ক। যদিও অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply