বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা?

|

প্রতিদিনই বাড়ছে মানুষ, কিন্তু বাড়ছে না রাজধানীর আয়তন। অব্যবস্থাপনা যেনো প্রতিটি ক্ষেত্রে। অনিয়মই এ শহরের সব নিয়ম। বৃষ্টি হলেই জলজট; যানজট তো নিত্যদিনের সমস্যা। কিন্তু সমাধানে শুধু পরিকল্পনাই সার, বাস্তবায়ন নেই বছরের পর বছর। চলে দোষারোপের রাজনীতি। তাই, নগর পরিকল্পনাবিদরা বলছেন, কার্যকর পরিকল্পনার বাস্তবায়ন যেমন প্রয়োজন; তেমনি ঢাকাকে বাসযোগ্য করতে আশপাশের শহরগুলোও উন্নত করতে হবে। রিয়াজ রায়হানের রিপোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply