ভোটারদের নিরাপত্তার জন্য রাজধানীর মিরপুর, রাজারবাগ, গুলশান ও গণিরোডে চারটি কন্ট্রোল রুম করা হয়েছে। এছাড়াও ৯৯৯ নাম্বারে ফোন করে জানানো যাবে নিরাপত্তা জনিত অভিযোগ। এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে ২১১৩টি কেন্দ্রের নিরাপত্তা কাজে পর্যাপ্ত পরিমানে পুলিশ ও আনসার কাজ করবে। থানা পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। চারটি কন্ট্রোল রুম থেকে পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করা হবে।
এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসারের সাথে গোয়েন্দা সংস্থা কাজ করবে। প্রস্তুত থাকবে সোয়াট টিম, বোমা বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড। যে ১৪টি কেন্দ্র থেকে ব্যালট পেপার বিতরণ ও জমা নেয় হবে সেগুলোর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুস্পষ্ট কোন নিরাপত্তা অভিযোগ নেই। তবে সবধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত। নগরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট ও টহল ডিউটি থাকবে।
Leave a reply