দেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বেসরকারি হিসেবে ২৯৮ আসনের মধ্যে ক্ষমতাসীনরা পেয়েছে ২৮৮টি। আওয়ামী লীগ একাই জয়ী ২৫৯ আসনে।
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির আসন ২০টি। ভরাডুবি ঘটেছে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেয়া বিরোধী দলগুলোর। বিএনপি পেয়েছে মাত্র ৫ আসন, মিত্র গণফোরামের দুটি।
প্রায় সব আসনেই নৌকা প্রতীকের কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছেন, বিএনপি প্রার্থীরা। এছাড়া, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, তরিকত ফেডারেশন ১ এবং জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকে পেয়েছে একটি আসন।
তিন কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য স্থগিত রাখা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ফল। সোমবার ভোররাতে, কেন্দ্রীয়ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। জানান, ফলাফলের গেজেট প্রকাশের পর দ্রুতই শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। এই নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার রেকর্ড গড়লো শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট।
Leave a reply