হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ায় পলক দুঃখ প্রকাশ করেছেন: কাদের

|

এই সরকারের শুরুতেই সড়ক ও পরিবহনে শৃঙ্খলা আনতে কঠোর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে রাজধানীর যানজট কমাতে সময় বাড়ানো হবে বলে জানান তিনি।

সড়কে বিশৃঙ্খলা নিয়ে সরকারের শেষ সময়ে আন্দোলনের মুখে সরকার। শৃঙ্খলা আনতে সে সময় নানা উদ্যোগ নিলেও তার বেশির ভাগই বাস্তবায়ন করা যায়নি। এবার শৃঙ্খলা আনতে শুরুতেই কঠোর হওয়ার কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে রাজধানীর যানজট কমাতে নানা উদ্যোগ নিলেও তাও সরকার সফল করতে পারেনি আগের মেয়াদে। ওবায়দুল কাদের বলেন ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ অকার্যকর থাকায় যানজট খুব একটা কমানো যায়নি। তার আশা এবার এটা করা যাবে।

সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, পলক জানিয়েছেন তার সেটা ভুল হয়েছে এবং তিনি অনুশোচনাও করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply