রোহিঙ্গা নিপীড়নের কারণে মিয়ানমারের ওপর আরও চাপ বাড়াতে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবের একটি খসড়াও তৈরি করেছে ব্রিটেন এবং ফ্রান্স।
অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নেয়াসহ বেশ ক’টি সুপারিশ করা হয়েছে প্রস্তাবে। তবে এতে নেইপিদোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো নির্দেশনা নেই। রোহিঙ্গাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের বিষয়টিও তুলে ধরা হয়েছে প্রস্তাবে। জোর দেয়া হয়েছে, রাখাইনের সহিংস এলাকায় মানবাধিকার কর্মীদের প্রবেশের অনুমতির আর জরুরি সহায়তা পাঠানোর ওপরও। রাজ্যটিতে সহিংসতার কারণে গেল দু’মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখের বেশি রোহিঙ্গা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply