মগবাজার-মৌচাক উড়ালসড়কের সব কয়টি অংশ খুলে গেল আজ। বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভারটির বাকি অংশের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। ১২.৪০ মিনিটে প্রধানমন্ত্রী উড়ালসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে পুরোপুরি চালু হলো গুরুত্বপূর্ণ এই উড়ালসড়কটি।
গত বছর ফ্লাইওভারটির দু’টি অংশ খুলে দেয়া হয়। বাকি ছিল একটি। সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি ২০১৬ সালের ৩০ মার্চ উন্মুক্ত হয়। প্রকল্পের দ্বিতীয় অংশ, বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত প্রসারিত। এই অংশটি গত বছরের ১৬ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। শান্তিনগর-মালিবাগ-কাকরাইল ও রাজারবাগ এলাকা পর্যন্ত বিস্তৃত প্রকল্পের তৃতীয় অংশ। মূলত, এই শেষ অংশের উদ্বোধন হয়েছে আজ।
২০১৪ সালের নভেম্বরে ফ্লাইওভারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। আজকের পর পুরো উড়ালসড়কটিই যান চলাচলের জন্য প্রস্তুত হলো।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply