দেশের ৩২ শতাংশ শিশুই অনলাইনে বিপদের মুখে আছে: ইউনিসেফ

|

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ১০ থেকে ১৭ বছর বয়সী ৩২ শতাংশ শিশু অনলাইন সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ডিজিটাল উৎপীড়নের শিকার হওয়ার মতো বিপদের মুখে আছে। আজ ঢাকায় নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সেই রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিসেফ শিশুদের অনলাইন ব্যবহার সর্ম্পকে ধারণা পেতে বিশ্বজুড়ে ১৬০টি দেশে একটি জরিপ চালিয়েছিল। এর অংশ হিসেবে বাংলাদেশেও ১ হাজার ২৮১ জন স্কুল বয়সী শিশুর ওপর জরিপ চালানো হয়।

ইউনিসেফ তাদের রিপোর্টে আরো বলে, ইন্টারনেট ব্যবহারকারীদের ১০ শতাংশ শিশু ধর্মীয় উস্কানিমূলক বিষয়বস্তুর মুখোমুখি হওয়ার অভিযোগ করেছে। ২৫ শতাংশ শিশু ১১ বছর বয়সের আগেই ডিজিটাল জগতে প্রবেশ করতে শুরু করে। শিশুদের একটি বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে তাদের বেডরুমে । যার ফলে কোন নজরদারি ছাড়াই তারা ইন্টারনেটে বিচরণ করতে পারে।

রিপোর্টে বলা হয়, ৭০ শতাংশ ছেলে ও ৪৪ শতাংশ মেয়ে অনলাইনে অপরিচিত মানুষের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করে। এদের একটি অংশ আবার সেই ‘অনলাইন বন্ধুদের’ সঙ্গে সরাসরি দেখার কথাও স্বীকার করেছে।

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার ব্যাপক বেড়েছে। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীদের গড় বয়স কমছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply