খালাফ হত্যা : আসামিদের আপিলের রায় কাল

|

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় ঘোষণা করা হবে কাল। সকালে ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ১০ অক্টোবর এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করে পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেন। ২০১৩ সালে এ মামলায় হাইকোর্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির মধ্যে শুধু সাইফুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দেয়া দেয়া হয়। ২০১২ সালে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply