সীমান্তবর্তী ৫টি ভারতীয় বিমানবন্দর অনিদিষ্টকালের জন্য বন্ধ

|

জম্মু কাশ্মিরে বুধবার সকালে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হওয়া এবং পাকিস্তান ও ভারতীয় বিমান বাহিনী একের পর এক প্রতিপক্ষের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় সীমান্তবর্তী ৫টি বিমানবন্দর অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এনডিটিভি জানাচ্ছে, বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, লেহ এবং অমৃতসর বিমানবন্দর অন্যতম। গত সোমবার ভারতীয় বিমান বাহিনী কর্তৃক পাকিস্তানের অভ্যন্তরে বোমা নিক্ষেপের জবাবে আজ বুধবার সকাল থেকে একাধিকবার ভারতীয় আকাশসীমা প্রবেশ করেছে পাকিস্তানী যুদ্ধবিমান।

ইসলামাবাদ দাবি করেছে, তারা দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। একটি পাকিস্তানী এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারতও। এদিকে জম্মু কাশ্মিরের বুদগাম এলাকায় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply