সংঘাতপূর্ণ রাখাইন ঘুরে দেখলেন সু চি

|

রোহিঙ্গা সংকট শুরুর পর প্রথমবারের মতো রাখাইনের সংঘাতপূর্ণ এলাকা ঘুরে দেখলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। বৃহস্পতিবার, একদিনের সফরে তিনি রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে গেছেন।

সেখানকার স্থানীয় কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তি ও সেনা সদস্যদের সাথে বৈঠকের পর, মংডু ও বুথিডং- এর বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন তিনি। এসময়, স্থানীয় বিভিন্ন কমিউনিটির অধিবাসীদের সাথে আলাপ করেন সু চি। তবে, তার সফরের বিস্তারিত তথ্য পরে প্রকাশ করবে রাষ্ট্রীয় উপদেষ্টার অফিস। গত ২৫ আগস্ট থেকে, রাখাইনের এই দুটি শহরেই সন্ত্রাসবাদ দমনের নামে নিপীড়ন ও জাতিগত নিধন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। যার প্রভাবে, বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় ৬ লাখের বেশি রোহিঙ্গা। এদিকে, রাখাইনে সেনা নিপীড়ন বন্ধে জাতিসংঘের ওপর চাপ প্রয়োগ করলো, মুসলিম দেশগুলোর জোট- ওআইসি। চলতি সপ্তাহেই, সংস্থাটির সাধারণ পরিষদের থার্ড কমিটিতে এ খসড়া প্রস্তাব তুলে ধরে, মুসলিম দেশগুলো। ১৪ নভেম্বর ভোটাভুটির পর চূড়ান্ত হবে প্রস্তাবের কর্ম-পরিকল্পনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply