বির্তকিত জন নিরাপত্তা আইনে জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিক’কে গ্রেফতার করা হয়েছে। এর ফলে বিনা বিচারে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাভোগ করতে পারেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে তার রাজনৈতিক দল-জেকেএলএফ।
এক বিবৃতিতে দলটির মুখপাত্র জানান, এরই মাঝে শীর্ষ এই নেতাকে জম্মুর কোট বালওয়াল কারাগারে রাখা হয়েছে। বিশেষ এই আইনের কারণে, কারাভোগের সময় তিনি পাবেন না কোন বিচারিক সুযোগ-সুবিধা। পুলওয়ামা হামলার পরপরই, উপত্যকায় বড় ধরণের তল্লাশি-অভিযান চালায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সেসময়ই, ২২ ফেব্রুয়ারি তাকে পুলিশী হেফাজতে নেয়া হয়। এখন পর্যন্ত, রাজ্যটিতে আটক হয়েছেন ১৬০ রাজনৈতিক নেতা-কর্মী।
Leave a reply