লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে পিছিয়ে পড়েও লিওনেল মেসির কল্যাণে রেকর্ড গড়ে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
এদিকে লা লিগার ম্যাচে ন্যু ক্যাম্পে রাউল দে টমাসের ২৩ মিনিটের গোলে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় রায়ো ভায়েকানো। ৩৮ মিনিটে জেরার্ড পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। আর ৮২ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এতে করে কোন একটি দলের বিপক্ষে টানা ১৩ ম্যাচ জয়ের কীর্তি গড়লো কাতালান জায়ান্টরা। এই জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সেলোনা।
Leave a reply