১৫টি হলের ফলাফল ঘোষণা; ৮টিতে ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী

|

অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান সুমন। রাতে হল প্রাঙ্গণে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মেহেদী ৫৭৮ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ নির্বাচিত হয়েছেন।

বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সজীবুর রহমান সজীব। এ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান নাজমুল হাসান নিশান। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মুহাম্মদ আবু ইউনুস নির্বাচিত হয়েছেন। তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শাকিল। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসেন শান্ত। তারা উভয়েই ছাত্রলীগের প্যানেলের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী আকমল হোসেন। এছাড়া জিস পদে মো. মেহেদী হাসান শান্ত ও এজিএস পদে মো. জুলফিকার হাসান নির্বাচিত হয়েছেন।

মুহসীন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থী শহিদুল হক শিশির। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৪৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনজাম হাসিব পেয়েছেন ২৭৯। অন্য প্রার্থী মারুফ আহমেদ পেয়েছেন ২৪৩ ভোট। এছাড়াও জিএস ও এজিএস পদেও ছাত্রলীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। ওই হলের জিএস হয়েছেন মেহেদী হাসান মিজান (ছাত্রলীগ), এ জি এস হলেন সাদিল আব্বাস (ছাত্রলীগ)।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে ছাত্রলীগের সাইফুল্লাহ আব্বাসী অনন্ত, জিএস পদে স্বতন্ত্র তৌফিকুল ইসলাম। তিনি ছাত্রলীগের বিদ্রোহী প্রার্থী। এজিএস পদে সুরাপ মিয়া সোহাগ জয়ী হয়েছে।

ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান তমাল, জিএস পদে ছাত্রলীগের মাহফুজুর রহমান এবং এজিএস পদে শাহীনুর রহমান চৌধুরী।

এছাড়া স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়েছে। জগন্নাথ হলেও ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয়েছে।

শামসুন্নাহার হলে স্বতন্ত্র প্যানেল সব ক’টি পদে বিজয়ী হয়েছেন। ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি।

সূর্যসেন হলে ভিপি পদে মারিয়াম সোহান, জিএস পদে সিয়াম রহমান ও এজিএস পদে মোরশেদ সালাম বিজয়ী হয়েছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা।তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের শিক্ষার্থী। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সেক্রেটারি। এদিকে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সারা বিনতে জামাল। ওই হলে সহসাধারণ সম্পাদক হয়েছেন সাবরিনা খাতুন। এ হলে ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং কুয়েত মৈত্রী হলের ফলাফল রাত সাড়ে ১০টা পর্যন্ত ঘোষণা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply