বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর, প্রার্থী হবেন নির্বাচনে

|

লোকসভা নির্বাচনের চাকা গড়ানোর সপ্তাহ আড়াই আগে বড়সড় চমক দিল বিজেপি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর আজ যোগ দিলেন বিজেপি-তে। বিজেপির শীর্ষ নেতা অরুণ জেটলির উপস্থিতিতে আজ গম্ভীর নাম লেখালেন গেরুয়া শিবিরে।

গৌতম গম্ভীরের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিতে যোগদানের ব্যাপারে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই, চলছিল গুঞ্জন। সেই গুঞ্জন আজ পূর্ণতা পেল আনুষ্ঠানিকভাবে গম্ভীরের পদ্ম-ব্রিগেডে যোগদানে। শোনা যাচ্ছে, নয়াদিল্লি কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী হতে চলেছেন আদতে দিল্লিরই রাজেন্দ্রনগরের বাসিন্দা গম্ভীর।যিনি বিজেপিতে যোগ দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে তিনি ‘উদ্বুদ্ধ’।

২০০৩-এর এপ্রিলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে দেশের হয়ে অভিষেক হয় গম্ভীরের। দেশের হয়ে খেলেছেন ১৪৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ২০১১-র বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গম্ভীরের ৯৬ রানের দুর্দান্ত ইনিংসের।

৫৮টি টেস্টে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ২২ টি অর্ধশতরান। সাঁইত্রিশ বছরের গম্ভীরের আইপিএল কেরিয়ারও বর্ণময়। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দু’বার চ্যাম্পিয়ন করেছেন শাহরুখের টিমকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply