রাখাইন সংকটের সমাধান ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ভাইস-প্যাট্রন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিয়ানমারকে চাপ দিন: কমনওয়েলথ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী
জাতীয় |কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স সিপিসি’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আজ রোববার তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার তাদের নাগরিকদের ওপর নির্যাতন করছে বলেই লাখ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। নিজেদের নাগরিকদের মিয়ানমারকে ফেরত নিতেই হবে।
অনুষ্ঠানে জলবায়ুর ওপর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে সাড়ে দশটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ১ নভেম্বর থেকে এই সম্মেলন শুরু হওয়া সম্মেলন চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন ৫২ দেশের প্রায় ১৮০ জন সংসদ সদস্য।
Leave a reply