মারাত্মক ধরনের অ্যাজমায় আক্রান্ত ২৬ বছর বয়সী আন্তর্জাতিক ক্রীড়াবিদ ক্যাটারিনা সেকুয়েরা।
এর কিছুদিন পর এই পর্তুগালের এই ক্রীড়াবিদ কোমায় চলে যান এবং গত ২৬ ডিসেম্বর তার মস্তিষ্ককে মৃত ঘোষণা করা হয়।
এমনকি তার শেষকৃত্যরও ব্যবস্থা করা হয়েছে। তবে সবাইকে চমক দিয়ে গত বৃহস্পতিবার এই নারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
তার ছেলের নাম রাখা হয়েছে সালভাদর। শিশুটিকে আরও অন্তত তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।
জানা গেছে, অ্যাজমায় আক্রান্ত হওয়ার সময় ১৯ সপ্তাহের গর্ভবতী ছিলেন তিনি। পর্তুগালে মস্তিষ্ক মৃত ঘোষণার পর সন্তান জন্ম দানের এটি দ্বিতীয় ঘটনা।
ক্রীড়াবিদ হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন সেকুয়েরা। তবে তিনি শিশু বয়স থেকেই অ্যাজমায় ভুগছিলেন।
Leave a reply