যুদ্ধবিধস্ত ইয়েমেনে সৌদি জোট অবরোধ অব্যাহত রাখায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতপূর্ণ দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে খাবার ও ওষুধ সরবরাহ করা না গেলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা দেশটির।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, দীর্ঘদিনের সংঘাতে ভেঙে পড়েছে ইয়েমেনের স্বাস্থ্যখাত। জরুরি পণ্যের ঘাটতিও প্রবল। এমন অবস্থায় সৌদি জোটের একের পর এক বিমান হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
পাশাপাশি ইয়েমেনে স্থল, আকাশ এবং সাগরপথে অবরোধ জারি থাকায় বন্ধ আছে বিদেশি সাহায্যসহ সব ধরনের পণ্য আমদানির সুযোগ। এর আগে ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইয়েমেনের অন্তত ২ কোটি মানুষের জরুরি সহায়তা দরকার।
Leave a reply