পুলিশ প্রধান ও স্বরাষ্ট্র সচিবকে পদত্যাগের নির্দেশ লঙ্কান প্রেসিডেন্টের

|

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার আগে গোয়েন্দা সতর্কবার্তা নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা পুলিশ প্রধান ও স্বরাষ্ট্র সচিবকে পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আজ এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

গত রোববার ইস্টার সানডের দিন কয়েকটি গির্জা ও হোটেলে একযোগে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে অন্তত ৩৯ জন বিদেশি নাগরিক বলে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে।

দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজন হিসেবে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের বিষয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য।

ঘটনার পরপরই দেশটির পুলিশ প্রধান জানান, ১০ দিন আগে পুলিশের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে হামলার বিষয়ে অবগত করা হয়েছিল। এরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার বিষয়টি সামনে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply