ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের দাবিতে সাড়া দিলেন ফরাসী প্রেসিডেন্ট

|

A protester wearing yellow vest, a symbol of a French drivers' protest against higher fuel prices, stands on the red light on the Champs-Elysee in Paris, France, November 24, 2018. REUTERS/Benoit Tessier TPX IMAGES OF THE DAY

অবশেষে প্রায় ৫ মাস পর ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের দাবিতে সাড়া দিলেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। বৃহস্পতিবার এলিসি প্রাসাদে দেয়া ভাষণে বিভিন্ন ইস্যুতে সংস্কার পরিকল্পনার কথা জানান তিনি।

ফ্রান্সে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের প্রেক্ষিতে গেলো তিন মাস ধরে জাতীয় বিতর্কের আয়োজন করে প্রশাসন। সভা-সমাবেশ ও অনলাইনে জনগণের অভিযোগ ও দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। তারই প্রেক্ষিতে সংস্কার কার্যক্রম ঘোষণা করলেন ম্যাকরন।

কর হ্রাস, পার্লামেন্টে আইনপ্রণেতার সংখ্যা কমানো, ভোট ব্যবস্থায় পরিবর্তন সহ নানা ইস্যুতে পরিবর্তনের কথা জানান ফরাসী প্রেসিডেন্ট।

তবে প্রেসিডেন্টের সংস্কার পরিকল্পনায় খুশি নন ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। আগামি শনিবার টানা ২৪তম সপ্তাহের জন্য বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply