চাঁদপুরের শাহরাস্তিতে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ ৫ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সকাল দশটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কাকৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাজিগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহত দুইজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেকজন। নিহতদের মধ্যে তিন পুরুষ, এক নারী ও এক শিশু রয়েছে। এদের সবাই সিএনজি অটো রিকশার যাত্রী। এখনও তাদের পরিচয় জানা যায়নি।
Leave a reply