গাছ থেকে চোর নামাতে ফায়ারসার্ভিস!

|

এ টি এম নিজাম, কিশোরগঞ্জ
সরকারি গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে অবশেষে ফান্দে আটকাপড়ার মতো অবস্থা! গাছেই আঁটকা পড়ে প্রাণ বাঁচাতে ডাক-চিৎকার শুরু করে চোর। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার করে আনন্দ কুমার দাস (২৫) নামের ওই যুবককে। শনিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিএডিসি ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চুরি করে ডাব খাওয়ার ফন্দি এঁটে কুলিয়ারচর বিএডিসি ডাকবাংলোর একটি নারিকেল গাছে উঠে আনন্দ কুমার দাস। পরে আর নামতে না পেরে নারিকেল গাছেই আঁটকা পড়ে দাস পাড়া গ্রামের এই যুবক ভয়ে কান্নাকাটি শুরু করে। এ ঘটনা লোকজন দেখতে কুলিয়ারচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর পাঠায়।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বড় মই এর সাহায্যে তাকে জীবিত অবস্থায় নারিকেল গাছ থেকে নামিয়ে আনে ফায়ারসার্ভিসের লোকজন।

আনন্দ স্বীকার করে, ডাব চুরি করার কথা। সে জানায়, প্রচণ্ড গরম লাগায় নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে সে আর নামার সাহস পাচ্ছিল না। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply