হস্তক্ষেপের অভিযোগে অপমানিতবোধ করেছেন পুতিন : ট্রাম্প

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে অপমানিতবোধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যাপেক সম্মেলনের শেষ দিনে পুতিনের সাথে সাক্ষাতের পর একথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে শনিবার, ভিয়েতনামের দানাংয়ে, সম্মেলনের আগে-পরে বিভিন্ন সময় হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায় দুই রাষ্ট্রনেতাকে। তবে জানা যায়নি আলোচনার বিষয়বস্তু।

ট্রাম্প জানান, নভেম্বরের নির্বাচনী ফলে প্রভাব ফেলার মতো কোনো চেষ্টা করেননি বলে জানিয়েছেন পুতিন। পরাজয় মেনে নিতে না পেরে ডেমোক্র্যাটরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ দাঁড় করিয়েছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

পরে টুইট বার্তায় রাশিয়ার সাথে সুসম্পর্কের প্রত্যয় জানান ট্রাম্প। বলেন, উত্তর কোরিয়া, সিরিয়া, ইউক্রেন সংকটসহ জঙ্গিবাদ ইস্যুতে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে রাশিয়া। অন্যদিকে, ট্রাম্পকে সুশীল, সুশিক্ষিত ও বন্ধুভাবাপন্ন আখ্যা দেন পুতিন। বলেন, সময়ের স্বল্পতার কারণে দ্বিপাক্ষিক বৈঠকে না বসলেও দু’দেশের সম্পর্কোন্নয়ন ও অন্যান্য ইস্যুতে আলোচনার ব্যাপারে আশাপ্রকাশ করেছেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply