নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মোবাশ্বার হাসান সিজারের সন্ধান চেয়ে মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। মানববন্ধন থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিজারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেন তাঁর সহপাঠী, শিক্ষক, সাংবাদিক ও পরিবারের সদস্যরা। যেকোনো মূল্যে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা। বলা হয়, মোবাশ্বার হাসানকে যেই অপহরণ করুক তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের। মোবাশ্বারকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে থাকলে এর কারণ স্বজনদের কাছে স্পষ্ট এবং তার অবস্থান নিশ্চিত করার দাবিও জানানো হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া সিজারের সহকর্মী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক ও পরিবারের সদস্যরাও অংশ নেন মানবন্ধনে। গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ আছেন মোবাশ্বের হাসান।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply