রমজানে সুযোগসন্ধানী ব্যবসায়ীদের অপতৎপরতা রুখতে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, পুরো রমাজান জুড়েই বাজার মনিটরিং করা হবে। তাই রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলেই প্রত্যাশা করনে বাণিজ্যমন্ত্রীর।
তিনি বলেন, কোন অসাধু ব্যবসায়ীকে অপতৎপরতা চালানোর সুযোগ দেয়া হবে না। এছাড়া মাংসের দাম যা নির্ধারিত রয়েছে সেই দামে বিক্রির বিষয়ে নজরদারি করা হবে। এর বাইরে গিয়ে বেশি দামে বিক্রি করবে সিটি করপোরেশন ব্যবস্থা নিবে বলেও জানানা তিনি।
এখন পর্যন্ত রমজানের বাজার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। চিনির উৎপাদন খরচ বাড়ার কারণে বাজারে চিনির দাম একটু বেড়েছে বলেও জানান তিনি।
Leave a reply