পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।
সকাল থেকেই বিভিন্ন ফলের দোকানে ফরমালিনের পরীক্ষা করা হয়। ভ্রম্যমাণ ল্যবরেটরির মাধ্যমে নিউ মার্কেট ফলের দোকানে সাত রকমের ফলের পরীক্ষা করা হয়। এতে কোনো ফলেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এতে সন্তোষ প্রকাশ করেন বিএসটিআই-এর কর্মকর্তারা।
তারা বলেন, কোনো রকম কারচুপির আশ্রয় না ঘটলে বিষয়টি স্বস্তিদায়ক। পুরো রমজানজুড়ে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে।
Leave a reply