জয়পুরহাটে কবরস্থানে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

|

জয়পুরহাটের সদর উপজেলায় কবরস্থানে ডেকে নিয়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে উপজেলার তেঘরবিশা গ্রামের ওই কবরস্থান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দিবাগত রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয়ে ওই যুবককে পরিকল্পিতভাবে ডেকে সদর উপজেলার তেঘরবিশা গ্রামের কবরস্থানে নিয়ে যায়। এর পর তাকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসাপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply