বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিতে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে নাগরিক সমাবেশ। একাত্তরের ৭ মার্চের আবহ ফিরিয়ে আনতে সমাবেশস্থলকে সাজানো হয়েছে সে দিনের মতো করে। দুপুর দুইটা ৩০ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে সমাবেশ। নাগরিক সমাবেশের আহবায়ক অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ডা. নুজহাত চৌধুরীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন লেখক, সাংবাদিক-শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষজন। বক্তব্যের ফাঁকে ফাঁকে পরিবেশিত হবে গান ও কবিতা। পরিবেশিত হবে রবীন্দ্র, নজরুল আর মরমী কবি লালন শাহের গান।
Leave a reply