এবারের বিশ্বকাপে শিরোপা জিততে পারে এমন তিনটি দলের মধ্যে অস্ট্রেলিয়া একটি। অন্য দুটি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। তবে ক্রিকেটের বিস্ময় পাকিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই। দলটি সব সময়ই অননুমেয় (আনপ্রেডিক্টেবল)।
বিশ্বকাপের ১৭তম ম্যাচে আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব-চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান। নটিংহ্যাম্পশায়ারের টন্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।
যথারীতি এ ম্যাচেও আছে বৃষ্টির চোখরাঙানি। তবে ম্যাচ ভাসিয়ে দেয়ার মতো ভারি বৃষ্টির পূর্বাভাস নেই।
ইংল্যান্ডের আবহাওয়ার মতোই অননুমেয় পাকিস্তান। মোটা দাগে তাই অস্ট্রেলিয়া যতই ফেভারিট হোক, পাকিস্তানের সম্ভাবনা উড়িয়ে দেয়ার কোনো সুযোগ নেই। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘পাকিস্তান তাদের কোন চেহারাটা দেখাবে তার ওপর নির্ভর করছে সব।’
এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে পাকিস্তান। শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচে তাদের সংগ্রহ তিন পয়েন্ট।
অন্যদিকে অস্ট্রেলিয়ার ঝুলিতে চার পয়েন্ট। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোড়া জয়ের পর শেষ ম্যাচে আরেক ফেভারিট ভারতের কাছে ৩৬ রানে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ধাক্কা সামলে আজ জয়ের ধারায় ফিরতে মরিয়া অ্যারন ফিঞ্চের দল।
Leave a reply