দ্বিতীয় চন্দ্রাভিযানের জন্য প্রস্তুত ভারত। আগামী ১৫ জুলাই চাঁদের উদ্দেশে রওনা দেবে ‘চন্দ্রযান-২’। বুধবার (১২ জুন) এ ঘোষণা দেয় ভারতীয় মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা- আইএসআরও।
অভিযান সফল হলে সেপ্টেম্বরের শুরুতে চাঁদে পৌঁছাবে চন্দ্রযান-২। চাঁদের পৃষ্ঠ, পানি-খনিজ ও পাথরের গঠনপ্রণালী পরীক্ষায় নমুনা সংগ্রহ করবে মনুষ্যবিহীন এ মহাকাশযান।
সেক্ষেত্রে সাবেক সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠদেশে কোমল অবতরণের সফলতা অর্জন করতে যাচ্ছে ভারত।
২০০৮ সালে দেশটির প্রথম চন্দ্রাভিযান সফল হলেও চাঁদে অবতরণ করেনি চন্দ্রযান-১। চাঁদের কক্ষপথে ঘোরাই উদ্দেশ্য ছিল সেটির।
কক্ষপথে ঘুরেই তথ্য সংগ্রহ করেছে প্রথম চন্দ্রযানটি। কিন্তু দ্বিতীয় চন্দ্রযানে তিনটি ধাপ থাকছে। একটি কক্ষপথে ঘুরবে, দ্বিতীয়টি মাটিতে অবতরণ করবে এবং তৃতীয় অংশটি চন্দ্রযান।
ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে প্রথম বড় সাফল্য চন্দ্রযান-১। সেই অভিযানের সাফল্যই দ্বিতীয় চন্দ্রাভিযান বা ‘চন্দ্রযান-২’ প্রকল্পে উৎসাহিত করেছিল দেশটিকে। পরে মঙ্গল অভিযানের সাফল্য সেই প্রকল্পকে ত্বরান্বিত করে।
Leave a reply