সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৩

|

সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত আর বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৪৩ জনের। আহত আরও অনেকে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব ও হামা প্রদেশে হয় এসব প্রাণহানি।

পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার (১৫ জুন) ব্যাপক সংঘর্ষ হয় হামার বিদ্রোহী অধ্যুষিত জিবিনে আর তাল মালেহ এলাকায়। চলতি মাসেই গ্রাম দু’টি দখলে নেয় বিদ্রোহীরা।

নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টায় নিহত হয় সরকারি বাহিনীর ২৬ সেনা। সিরীয় ও রুশ বাহিনীর বিমান হামলায় মারা যায় ৯ বিদ্রোহী যোদ্ধাও। প্রাণ গেছে অন্তত আট বেসামরিক নাগরিকের।

গত সেপ্টেম্বরে ইদলিবে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সম্মত হয় তুরস্ক ও রাশিয়া। চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এখনও সহিংসতা চলছে অঞ্চলটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply