নুসরাত হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে সাইবার ট্রাইব্যুনালে।
এর আগে সকালে শাহবাগ থানা, তাকে সোনাগাজীর পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করে। পরোয়ানা জারির ২০ দিন পর গতকাল বিকালে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেনকে।
আগুনে পুড়িয়ে হত্যার করা ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও করে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিলো মোয়াজ্জেমের বিরুদ্ধে। ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন মামলাটি দায়ের করেন।
Leave a reply