আগ্নেয়াস্ত্র নীতিমালা কঠোর করায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ‘বাই-ব্যাক’ প্রকল্প হাতে নিয়েছে নিউজিল্যান্ড। এর আওতায় নিষিদ্ধ হওয়া শক্তিশালী অস্ত্র মালিকদের কাছ থেকে কিনে নেবে দেশটির সরকার।
ছয় মাস মেয়াদী ১৩৬ মিলিয়ন ডলারের এ প্রকল্পের ঘোষণা দেয়া হয় বৃহস্পতিবার।
বলা হয়, নিষিদ্ধ আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের প্রকৃত মূল্যের ৯৫ শতাংশ অর্থই ফেরত দেয়া হবে মালিকদের।
অবশ্য দেশজুড়ে ব্যক্তিগত পর্যায়ে এরকম কী পরিমাণ অস্ত্রের মজুদ আছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে এসব অস্ত্র।
গত মার্চে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে কট্টর শ্বেতাঙ্গপন্থির হামলায় প্রাণ যায় অর্ধশত মুসলিমের। দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এ হামলার পর অস্ত্র নীতিমালা কঠোর করে কিউই প্রশাসন।
Leave a reply