গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের রেভ্যুলেশনারী গার্ড বাহিনী কর্তৃক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার পর ট্রাম্প একে ইরানের খুব বড় একটি ভুল বলে মন্তব্য করেন। এবং এরপরই তিনি বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন। কিন্তু সিদ্ধান্ত নেয়ার পরপরই তিনি এটি বাতিল বলে ঘোষণা করেন। খবর নিউইয়র্ক টাইমস এর।
ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ স্বরুপ বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করার একটি পরিকল্পনা করা হয় কিন্তু হঠাৎ করেই এ পরিকল্পনা বাতিল করা হয় বলেও জানায় পত্রিকাটি।
কেন এ হামলার পরিকল্পনা বাতিল করা হলো বা ভবিষ্যতে আবার হামলা করার কোন পরিকল্পনা আছে কিনা এ ব্যাপারে হোয়াইট হাউজ বা পেন্টাগন এর কোন কর্মকর্তাই কোন মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ইরানের এই পদক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আপনারা তা দেখতেই পাবেন। তবে কি সিদ্ধান্ত তা স্পষ্ট করে কিছুই বলেননি ট্রাম্প।
Leave a reply