বাংলাদেশকে ভারতের মডেল অনুসরণের পরামর্শ ক্যারিবীয় কিংবদন্তির

|

বাংলাদেশের বোলিং ইউনিটের মূল শক্তি দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপে বল হাতে যা একটু লড়ছেন-এ দুজনই। তাদের সমর্থন দিতে টাইগার দলে আরও দুই-একজন সে রকম প্রতিভাবান পেসার দরকার বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভারতের মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়াদের নিয়ে গড়া টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ দারুণ শক্তিশালী। পাইপলাইনে এ রকম আরও বোলার রয়েছে। অথচ অতীতে দুই-একজন বাদে ভারতীয় দলে সে রকম কোনো কার্যকরী পেসার ছিল না।

কোনো পরিকল্পনা বা মডেল অনুসরণ করে ভারত এত প্রতিভাবান পেসার বানাচ্ছে কিংবা খুঁজে বের করছে, মূলত সেটিই বাংলাদেশকে অনুসরণের কথা বলেছেন বিশপ।

এক প্রকার বিসিবিকে মেন ইন ব্লুদের পথ অনুসরণ করার উপদেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাটিং করে ৩৮২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশ পেসাররা আঁটসাঁট বোলিং করতে পারলে নিশ্চিতভাবে রানটা কম হতো। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের লাগাম শক্ত করে ধরেন টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান তোলেন তারা, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে লাল-সবুজ জার্সিধারীদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply