প্রয়োজনের সময়ই ব্যর্থ তামিম!

|

যখন ফর্মে থাকা দরকার, রান করা প্রয়োজন তখনই তামিম ব্যর্থ। এক পরিসংখ্যানে দেখা গেছে তামিম ২০১৫ বিশ্বকাপের পর এই বিশ্বকাপ আগ পর্যন্ত ছিলো খুবই ভালো। কিন্তু এই বিশ্বকাপে একেবারেই ব্যর্থ তামিম। বল থেকে রান ছিলো কম।

পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ বিশ্বকাপের পর থেকে ২০১৯ বিশ্বকাপের এর আগ পর্যন্ত তামিম ইকবালের রান ২৩২৫, গড় ৬২.৮৩, স্ট্রাইক রেট ৭৯.৩২। এসময়ে ১৪৯ জন ওপেনার ব্যাটিং করেছেন কিন্তু তামিমের চেয়ে বেশি রান করতে পেরেছে মাত্র ৪জন ওপেনার।

অন্যদিকে বিশ্বকাপের বছর ২০১৯ সালে তামিমের রান ৪১৩, গড় ২৯.৫, স্ট্রাইক রেট ৭৫.৩৬। তারচেয়ে এবছর আরও ১৫ জন ওপেনার বেশি রান করেছেন।

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে উঠে প্রয়োজনের সময়ই ব্যর্থ তামিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply