নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে শাকিল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। শনিবার রাতে হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পানি ব্যবসায়ী সজিবের মোটর সাইকেলের হেডলাইটের আলো চোখে লাগায় ক্ষিপ্ত হয় তুহিন, নিক্সন ও চান্দুসহ স্থানীয় সন্ত্রাসীরা। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। বাঁচাতে গেলে শাকিলসহ ৫ জনের ওপর হামলা চালানো হয়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। হাসপাতালে নেয়ার পথে মারা যায় শাকিল।
Leave a reply