জুয়াড়িদের জন্য সুখবর: লন্ডনে সাড়ে ৬০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে ক্যাসিনো

|

জুয়াড়িদের জন্য সুখবরই বটে। লন্ডন কাউন্সিল অবশেষে বিশাল বাজেটের একটি ক্যাসিনো নির্মাণের ছাড়পত্র দিয়েছে। বেশ কিছুদিন ধরে লন্ডনের হর্নক্লিফ এলাকায় ক্যাসিনোটি নির্মিত হওয়ার কথা ছিল।

কিন্তু স্থানীয় মানুষদের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছিল। কাউন্সিলররা দ্বিধাবিভক্ত ছিলেন এতদিন।

তবে গতকাল এক ভোটাভুটিতে প্রস্তাবটি ৯-৪ ভোটে পাশ হয়। মূলত স্থান নির্বাচন নিয়ে সিদ্ধন্তহীনতায় ছিল কাউন্সিল। আর স্থানীয়দের ভয়, ক্যাসিনোর মতো স্থাপনার কারণে ওই এলাকায় গাড়ি ও মানুষের যাতায়াত বেড়ে যাবে। ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। এছাড়া অপরাধের মাত্রাও বেড়ে যেতে পারে।

তবে কয়েকশ কর্মসংস্থান এবং বড় ধরনের ব্যবসাকে প্রাধান্য দিয়ে এটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, এতে ৭০০ নতুন চাকরি তৈরি হবে এবং বছরে ৭ মিলিয়ন ডলার আয় বাড়বে সিটি কাউন্সিলের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply